Header Ads

আমাকে আর পাবে না || শাহরিয়ার সোহাগ

  

আমাকে আর পাবে না ||  শাহরিয়ার সোহাগ

আঙুলের ফাঁকে আঙুল গুঁজে-

ছুটে বেড়ানো শত মাইল রাস্তায়,

আমিহীন তোমার দ্বিতীয় প্রত্যাবর্তনে-

তুমি ঠিকই খুঁজবে আমায়।

আমাকে জড়িয়ে ধরার কথা তুমি রাখোনি,

তাই অভিমানে আমার নিরব প্রস্তান।

আর আবদার করবো না কখনো। হুম, কখনোই না।

তুমি নিজে নিজেই সুস্থ হয়ে গেছো।

তাই আজকাল আমার ওষুধ দরকার হয় না তোমার।

ঠিকই একদিন জড়িয়ে ধরার জন্য আমার বুক খুঁজবে। পাবে না। আমাকে আর পাবে না।

 


 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

 

No comments

Powered by Blogger.