Header Ads

আমি এখন দর্শক || শাহরিয়ার সোহাগ || Ami Ekhon Dorshok poem by Shahriar Sohag

আমি এখন দর্শক || শাহরিয়ার সোহাগ ||  Ami Ekhon Dorshok poem by Shahriar Sohag


বালিকা, তোমার প্রতি আমার আসক্তি একচুলও কমেনি।
তুমি বারংবার আমাকে এড়িয়ে গেছো,
আমি বারংবার তোমায় আঁকড়ে ধরেছি।
তবে শেষ রাখতে পারেনি।
আমি জানি তোমার মুখের হাসি আমার জন্য নয়।
আমার মলিন মুখের জন্য তোমায় দায়ী করবো না আমি।
জানি তুমি কখনোই আমার ছিলে না।
তোমার খোলা চুল, টিপ, কাজল, মিষ্টি হাসির কোনোটাই-
তুমি আমাকে উৎসর্গ করোনি।
আমি শুধু নিরব দর্শকের মত তোমায় চেয়ে দেখেছি।
তুমি আমার চোখে চোখ রাখোনি তবু্ও।
আমি কেবল তাকিয়ে আছি অনন্ত বেলা।
আমি এখন কেবল তোমাকে দেখার দর্শক।

 

শাহরিয়ার সোহাগ এর 'আমি এখন দর্শক' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Ami Ekhon Dorshok poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.