Header Ads

নাম টা অজানাই থাক || শাহরিয়ার সোহাগ

 

নাম টা অজানাই থাক  ||  শাহরিয়ার সোহাগ

অনেকগুলো বছর আগের বছর দুয়েকের-

স্মৃতির ক্ষতটা এখনো বুকের মধ্যে দৃশ্যমান।

কলেজের সিঁড়ি, করিডোর, দেলোয়ার স্যারের কোচিং।

আলাদা ক্লাসরুম, তবু দূরত্ব নেই কোনো।

চব্বিশ ঘন্টার কোনো কাজই-

অজানা থাকতো না আমাদের।

হোমওয়ার্ক কে বুড়ো আঙুল দেখিয়ে,

ম্যাসেজ চ্যাটিং, রাত জেগে গল্প অসমাপ্ত।

সেখান থেকে সৃষ্টি আমার অমর "অসমাপ্ত বন্ধুত্ব"

একটা নির্দিষ্ট সার্কেলের সাথে হঠাৎ আমার দূরত্ব।

দুর্ভাগ্য আমার। কারণ বাকি সবাই ভালো আছে।

সবাই একসাথে ভালো আছে।

আর আমি আমার মত করে ভালো আছি।

পরিবার, প্রেমিকা, প্রিয়জন নিয়ে নিজেকে গুছিয়েছি।

গল্প, কবিতা আর ক্যামেরার চোখে,

সবাই সবসময় হাসি দেখে আমার মুখে।

তবে বুকের মধ্যে যে বন্ধুর জন্য আর্তনাদ,

সেটা অসমাপ্তই থেকে গেছে।

এতগুলো বছর বন্ধুর সে জায়গাটা ফাঁকা আছে।

এবং আজীবনি সেই শূণ্যতা থাকবে।

হয়তো একদিন আমি থাকবো না।

তবে দূরত্বের কারণ আর মানুষগুলো থাকবে।

একটাই আফসোস,

দূরত্বের কারণটা জানতে পারিনি আজো।

যার কথা তার মনে জমে থাক।

বন্ধুরা সবাই ভালো থাক।

ভালোবাসার সেই বন্ধুর নাম টা অজানাই থাক।

 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.