Header Ads

শাড়ি পরা প্রেমিকা || শাহরিয়ার সোহাগ


শাড়ি পরা প্রেমিকা  ||  শাহরিয়ার সোহাগ

শাড়ি পরা প্রেমিকা রাস্তাঘাটে বকবে না।
সে তখন অপ্রস্তুত হয়ে যায়।
সে এক হাতে শাড়ি সামলায়, অন্যহাতে তার চোখ।
সে হয়ত সেদিনই প্রথম শাড়ি পরেছে।
অথবা বান্ধবী, রুমমেট, মা কিংবা বোনের কাছ থেকে-
শাড়ি পরে এসেছে তোমাকে দেখাবে বলে।
তবে অভ্যাস না থাকায়-
শাড়ি পরে হাটতে পারেনা তোমার সাথে পা মিলিয়ে।
তোমার কথায় সে যেন কষ্ট পেয়ে-
বাচ্চা মেয়ের কম কাঁদেনা ফুটপাতে।
তবে পথচারী তোমার শাড়িপরা প্রেমিকাকে কাঁদতে দেখে-
তোমাকে বকা দেবে গায়েবি ভাবে।

শাড়িটা হয়তো তোমার প্রেমিকার না।
হয়তো ধার করে আনা।
তোমাকে সারপ্রাইজ দেবে তাই।
শাড়ির সাথে ম্যাচিং ব্লিউজ, গহনা, চুড়িও-
চেয়ে এনেছে বান্ধবি থেকে।
শুধু তার সৌন্দর্য তার প্রেমিককে দেখানোর জন্য।

প্রেমিকা শুধু শুধু শাড়ি পরেনি।
আপনাকে দেখাতেই শাড়ি পরেছে।
প্রেমিকার শাড়ি পরার পেছনে থাকে-
সহস্র অনুভূতির গল্প।

প্রেমিকা সাথে প্রতিটা দিনই বিশেষ।
বিশেষ দিনে রাস্তার মোড়ে শাড়ি পরা মেয়েটাকে-
কাঁদতে দেখলে ভীষণ খারাপ লাগে। 
মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে বেশি নির্যাতিত আর কেউ নেই। 
আর শাড়িপরা প্রেমিকা হাত ধরে হাটলে-
সে হয় এ পৃথিবীর সবচে সুখী নারী।
বাঙালি মেয়েরা শাড়ি পরলে-
একেকজনের উপর স্বর্গীয় সৌন্দর্য ভর করে।

 


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

 

 

No comments

Powered by Blogger.