Header Ads

গোলাপী ফড়িং এবং শিউলি ফুল || শাহরিয়ার সোহাগ || Golapib Foring Ebong Shiuli Ful poem by Shahriar Sohag

 

গোলাপী ফড়িং এবং শিউলি ফুল || শাহরিয়ার সোহাগ || Golapib Foring Ebong Shiuli Ful poem by Shahriar Sohag

গোলাপী শাড়ির সাথে রং মিলিয়ে ব্রাউজ,
আর মনের সাথে মিলিয়ে সাদা পাড়, আঁচল।
চুলগুলো দুই কাঁধে সমান ভাবে বন্টন করেছো,
যেন তল্লাট ভরা অসৎ নেতার মাঝে-
তুমি সততার উদাহরণ।
স্থির মুখে সরল হাসির আস্তোরণ,
কপালের মাঝে কালো ছোট্ট টিপটা,
আমি চশমা বাদেও দেখতে পেয়েছি।
কিংবা বা গালের ওই মৃদ্যু টোল,
সেটাও আমার চোখ এড়াতে পারেনি।
তোমার চিকন হাতে চুড়িগুলো যেন পূর্ণতা।
অগোছালো ভ্রুতেই তুমি বেশি মায়াবী।
আর নাকফুল! তুমি তো নিজেই একটা ফুল।
বুঝেছি, ফুলও বুঝি নাকফুল পরে শখে!
তোমায় শিউলির মালা দেবো, নেবে?
তোমায় যদি ফড়িং বলে ডাকি, সে নাম নেবে?
গোলাপী শাড়িতে তুমি যেন আমার গোলাপী ফড়িং।
হাত-গলাতে মালা বেঁধে তুমি সাজো ফুলের রাণী!
তুমি যেন আমার শিউলী সাজে গোলাপী ফড়িং।


শাহরিয়ার সোহাগ এর 'গোলাপী ফড়িং এবং শিউলি ফুলকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন || Golapib Foring Ebong Shiuli Ful poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.