Header Ads

সিঁদুর || শাহরিয়ার সোহাগ || Shidur poem by Shahriar Sohag

  

সিঁদুর || শাহরিয়ার সোহাগ || Shidur poem by Shahriar Sohag


আমি তোমার ধর্মের নই।
তবুও তিনবার কবুল বলে-
সাতপাকে ঘোরার ইচ্ছে ছিল দুজনের ই।
আমার মুখে এমন কথা শুনে-
তুমি ঠোঁট বাকিয়ে হাসতে।
দুজনের শেষ পরিনতি যে অশুভ হবে-
সেটা তুমিও জানতে।
তোমার আমার কয়েকদিনের সম্পর্কের চেয়ে
জন্ম থেকে পরিচিত- আমাদের পরিবার,
নিশ্চয় আমাদের কাছে বেশি গুরুত্ববহ।
ধর্ম, সমাজ কে আমরা প্রেমের উর্ধ্বে মনে করি
তবে সেটা নিজের পরিবারের উর্ধ্বে নিশ্চয় না।
জানি তুমি স্বপ্ন দেখতে তোমার ভালোবাসায় মানুষ তোমার পায়ে আলতা পরিয়ে দেবে,
সিঁথিতে সিঁদুর দিয়ে দেবে ভালোবেসে।

অনেকদিন পর তোমাকে দেখলাম।
তোমার সিঁথিতে গাড়ো সিঁদুর।
তুমি হয়ত বেশ আছো।
মুক্ত বিহঙ্গের মত ইচ্ছে মত খারাপ মানুষ বলছো তোমার ভাষায়, কেউ না বুঝুক, আমি বুঝি।
কি করবো বলো, সৃষ্টিকর্তা নিশ্চয় চান নি।
তার অবাধ্য হওয়ায় সাধ্য তো আমার নেই।
তাই আমি এখনো ভালো আছি।



শাহরিয়ার সোহাগ এর 'সিঁদুর' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Shidur poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

 

 

No comments

Powered by Blogger.