Header Ads

শত চুমু || শাহরিয়ার সোহাগ || Shoto Chumu poem by Shahriar Sohag

   

শত চুমু || শাহরিয়ার সোহাগ || Shoto Chumu poem by Shahriar Sohag

শত চুমুতে ভরিয়ে তুলবো তোমার এই ঠোঁট, চোয়াল, কপাল।
আমার কাঁধের কাপড়ে লেপ্টে থাকবে তোমার লিপস্টিক।
আমার অগোছালো চুল আরো অগোছালো করে দেবে তুমি।
আমি তোমার থেকে বাঁচতে শক্ত করে তোমায় জড়িয়ে, তোমার মাথা চেপে ধরবো আমার বুকে,
তুমি আমার হৃদস্পন্দন শুনবে।

তুমি লজ্জা পাও খুব, চোখে চোখ রাখতে পারো না।
আচ্ছা ঠিক আছে, তাহলে হৃদস্পন্দনই শুনো,
আমি তোমায় জড়িয়ে রাখি।
খেয়াল করেছো, একসাথের মুহূর্তের পুরোটা সময়-
আমরা হাত ধরে পথ চলি।
আমার কিন্তু বেশ লাগে।
আর মাঝে মাঝে আমার হাত জড়িয়ে তোমার হাটা-
নিদারুন ভালোবাসায় পূর্ণ।

বালিকা, আমি আমার মত করে বাঁচতে,
তুমি নামক অভ্যাস টা রপ্ত করতে চাই।
আমি তোমাকে নেশাগ্রস্থ হতে চাই,
আমি তোমাকে বদ্ধ উন্মাদ হতে চাই।
আমি তোমার মাঝেই-
জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পেতে চাই।

 


শাহরিয়ার সোহাগ এর 'শত চুমু' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Shoto Chumu poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.