Header Ads

মিস করবো || শাহরিয়ার সোহাগ || Miss Korbo poem by Shahriar Sohag

মিস করবো || শাহরিয়ার সোহাগ


তোমার ওই ভূবন ভুলানো হাসি
আমি যেন দেখিনা কত কাল।
তোমার ওই চ্যাপ্টা ঠোঁটের ছোঁয়া-
আর সরু জিবের ভালোবাসার কথাগুলো-
মনে হচ্ছে সহস্র বছরের অতীত।
তোমার নাকফুল, কিংবা কালো কাজলের চোখ-
আপলক তোমায় দিকে চেয়ে থাকা-
তুমি লজ্জাতে আমার চোখ সরিয়ে দেও।
আমার হাত জড়িয়ে কাঁধে তোমার মাথা...
কিংবা তোমার কাঁধ জড়িয়ে-
আমার বুকে তোমার মাথে চেপে রাখা।
তোমার খোলা কাঁধে আমার চুমু,
তোমার ঘুমন্ত মুখে আমার আদর।
জানি এগুলোর সবগুলোই-
তোমাকে খুব পীড়া দেবে অনন্তকাল।
জানি আমায় তুমি খুব মিস করবে,
ঠিক আমি যেভাবে মিস করবো।

 


শাহরিয়ার সোহাগ এর 'মিস করবোকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Miss Korbo poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.