Header Ads

তুমি, আমি, বৃষ্টি || শাহরিয়ার সোহাগ

তুমি, আমি, বৃষ্টি  ||  শাহরিয়ার সোহাগ


প্রচন্ড বৃষ্টি হচ্ছে।

ঝুম ঝুম শব্দের মধ্যে অনেক আবেগ মিশে আছে হয়ত।

খুব ভিজতে ইচ্ছে করছে। একা ভিজে কি হবে?

ভিজব না। তুমি থাকলে ভাল হতো।

শাড়ী পরে, নূপুর পায়ে বাসার ছাদে,

আবছা আলোতে তোমার উন্মাদনা দেখতে ভালই লাগবে।

খালি পায়ে তুমি। ভেজা চুল।

চুল বেয়ে বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে তোমার কাঁধ, দেহ।

আবেগী করে তুলছে আমায়।

আমার উস্মাদনার ক্ষিপ্রতা বেড়েই চলছে।

বৃষ্টির ঝুম ঝুম শব্দের সাথে তোমার নূপুরের প্রেম। আর তোমার সাথে আমার।

বৃষ্টিস্নাত হয়েও যেন উত্তপ্ত হচ্ছি আমরা।

একটা বৃষ্টিবিলাসের অপেক্ষা।

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.