Header Ads

তোমার রাঙা ঠোঁট || শাহরিয়ার সোহাগ

 

 

তোমার রাঙা ঠোঁট  ||  শাহরিয়ার সোহাগ 

তোমার ওই নরম ঠোঁটে-

হালকা লিপস্টিক, তাতে তোমার হাসিটা লাগছে বেশ।

চোখে চশমা আর উন্মাদ খোলা কেশ।

ওচোখে আছে প্রেম, চোখে আছে মায়া।

আর হাসি তো যৌনতায় ভরা।

কফির কাপে তোমার আলতো চুমুক।

আমি তোমার মাঝে প্রেম খুঁজি,

যে যা ভাবে ভাবুক।

কাটের ঊর্ধ্বদেশ আমি আমার ঠোঁট ভাবি,

যেখানে তুমি তোমার রাঙা ঠোঁট ছুঁয়েছো।

তুমি আমার আদর করে মারো।

আমি তোমার ছোঁয়া উপলব্ধি করি।

তোমাকে ছুঁয়ে দেখা, ফুঁ দিয়ে তোমার চুল উড়ানো,

তোমার সাথে ফ্রেম বন্দি হওয়া,

এসব হল সুন্দরতম সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ।

সেখানেও তোমার হাসির প্রেমে পড়ি,

যে হাসিটা আবিষ্কার করেছি-

তোমার রাঙা ঠোঁটের মধ্যিখানে।

 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.