Header Ads

আমাদের ভালোবাসা দিবস || শাহরিয়ার সোহাগ

আমাদের ভালোবাসা দিবস || শাহরিয়ার সোহাগ

  

আগামীকাল ভালোবাসা দিবস।

কাল আমি বাদাম বিক্রি করবো না,

তুমিও কাল ফুল বিক্রি করো না,

কাল আমি আর তুমি ঘুরতে যাব।

 

আমি পায়ে দে‡ev একটা হলুদ স্যান্ডেল।

কাল কিনেছি, আটত্রিশ টাকা নিয়েছে।

একটা জিন্স প্যান্ট আর একটা গেঞ্জি,

যেগুলো ফুটপাত থেকে কেনা। 

শার্ট কিনতে চেয়েছিলাম, তবে-

শার্টের দাম বেশিতো, তাই হলো না।

কথায় বলে না- সাধ আছে সাধ্য নেই।

তবে সবুজ রঙের গেঞ্জিটা আমার অনেক পছন্দের।

তোমারও ভালো লাগবে দেখো।

গেঞ্জিটা আমি এখনো পরিনি কেনার পর থেকে।

ফুটপাত থেকে কিনে ঘরের আড়ায় তুলে রেখেছি।

প্যান্টটা অবশ্য গত ঈদে একবার পরেছিলাম।

তবে ধুয়ে তুলে রেখেছি ওটাও।

সেগুলোই কাল পরবো।

আমি গলাতে একটা রুমাল-

কোনাকুনি ভাঁজ করে টাই বানিয়ে পরবো।  

একটা বেল্ট আছে, ছেঁড়া।

তবে ওটা পরবো না।

ভালোবাসা দিবসে তোমাকে নিয়ে ঘুরবো,

ছেঁড়া বেল্ট পরলে কি মানায় বলো?

তাই পরবো না, তুমি কিছু মনে করো না।

 

তুমি পরবে একটা লাল টকটকে শাড়ী,

যেটা তুমি কিনেছিলে ফুটপাত থেকে।

চুল পেছনে খোঁপা করবে।

পারলে খোঁপাতে একটা ফুল দিও,

তাহলে তোমাকে আরো সুন্দর লাগবে।

সোনার গহনা তো দিতে পারবো না,

কথা দিচ্ছি-

কাল তোমাকে একটা ফুলের মালা কিনে দেব।

তুমি রাগ করো না,

তুমি তো জানোই আমার অবস্থা। আমার কতটুকু সাধ্য।

 

গত ঈদে বিশ টাকা দিয়ে-

তোমাকে যে দুটো চুড়ি কিনে দিয়েছিলাম,

সেগুলো কি আছে? থাকলে কাল পরে এসো।

সুন্দর লাগবে।

অনেকদিন রিক্সায় উঠিনি।

কাল তোমাকে নিয়ে রিক্সায় ঘুরব,

দুজন মিলে বাদাম খাব।

শাহবাগ মোড়ে একটা হোটেল আছে,

সস্তায় ভালো খাবার পাওয়া যায়।

কাল ওখানে আমরা দুপুরের খাবার খাব।

খাবারের অর্ডার করবে কিন্তু তুমি, আমি বিল দেব।

তুমি বললে কাল সিনেমা দেখবো দুজন।

আর যদি আমার পকেটের কথা ভেবে সিনেমা না দেখো,

তাহলে কাল বিকেলে আমরা বসবো সোহরাওয়ার্দীতে।

অন্যদিনের মত আমি কাল বাদাম বিক্রি করবো না,

বসে থাকা সাহেব মেমদের মত-

বাদাম কিনে খাব আমি আর তুমি।

প্রতিদিনই দেখি-সাহেব মেমরা হাত ধরে হাটে। 

কাল আমিও তোমার হাত ধরবো,

তোমার হাত ধরে হাঁটবো ঢাকার রাস্তায়।

 

একসময় সন্ধ্যা নামবে।

আমি ছেড়ে দেবো তোমার হাত।

তারপর তুমি যাবে-

তোমার বাড়ি, কমলাপুর বস্তিতে।

আর আমি? ব্যস্ত ঢাকার কোন এক ফুটপাত ধরে,

অনিশ্চিত ভবিষ্যতের পথে।


 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.