Header Ads

তুমি - ১ || শাহরিয়ার সোহাগ

  

তুমি - ১  || শাহরিয়ার সোহাগ


তোমার দীঘল কালো কেশ-

ফুঁ দিয়ে উড়িয়ে, এলোমেলো করে দেবো তোমায়।

তোমার চোখে চোখ রেখে অপলক চোখে-

তাকিয়ে থাকব তোমার চোখ লজ্জা না পাওয়া পর্যন্ত।

তোমার হাত ধরে রাখব শক্ত করে,

ঘুড়ি হারানোর ভয়ে যেভাবে সবাই নাটাই ধরে রাখে।

তীব্র বৃষ্টিতে শূণ্য রাস্তায়, কাকভেজা হব আমরা দুজন।

কিংবা প্রখর রৌদ্রে আমি তুমি এক ছাতার নিচে থাকব,

অথবা রিক্সার হুট দিয়ে তোমাকে জড়িয়ে রাখব।

আমার বাহুতে তোমার চুমু,

সেটাতে মিশে আছে নির্ভেজাল ভালোবাসা।

তোমার প্রাণোচ্ছল হাসি প্রমাণ করে-

তুমি আমাকে কতটা বিশ্বাস করো।

কখনো কখনো আমাদের ঠোঁটও কথা বলে,

সে ভাষা কেল তুমিই বোঝো।

আমাকে বাদাম খাওয়ানো,

বুঝি তুমি আমার জন্য কতটা কেয়ারিং।

চশমার পেছনে তোমার ওই চোখে আঠালো কিছু আছে,

যা আমাকে আটকে রাখে, চোখ সরাতে পারি না।

আমাকে ঘিরে তোমার স্বপ্ন, তোমার কল্পনা।

বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো।

আমি হয়ত অতটা পারি না।

তবে বিশ্বাস করো- আমার চেষ্টার কোন ত্রুটি নেই।

আমি আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসতে চাই।

তোমাকে অনুভব করতে চাই।

আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানি না।

তবে হয়ত এখনো নিজেকে উজাড় করতে পারি নি। 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.