Header Ads

আমার জন্য || শাহরিয়ার সোহাগ

  

আমার জন্য  ||  শাহরিয়ার সোহাগ

আমার জন্য জানি থেমে থাকবে না কারো কোন কাজ।

আমার ব্যবহারের জিনিস কেউ ব্যবহার করবে, কেউ ফেলে দেবে নগন্য ভেবে।

কেউ হয়ত বদল দিয়ে নেবে নিজের পছন্দের কিছু।

খাতা বোঝায় আমার লেখাগুলো কেউ হয়ত বিক্রি করে দেবে কাগজের দামে।

জানি আমার জন্য কেউ বসে থাকবে না।

আমার জন্য থেমে থাকবে না কারো পথ চলা।

তারা অনেক বুদ্ধিমান। তারা বুঝে ফেলেছে আমি আর ফিরবো না।

তাহলে আমার জন্য, আমার কথা ভেবে তারা সময় নষ্ট করতে যাবে কেন?

যদি আমার ফেরার সম্ভাবনা থাকতো, তাহলে কয়েক জন হয়ত আমার জন্য অপেক্ষা করতো,

আমাকে বোঝানোর জন্য যে- তারা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে।

আমি ফিরবো না যখন, তখন এই পাগলামির কোন মানেই হয় না।

জানি আমার জন্য কারো ঘুম নষ্ট হবে না।

আমার জন্য থেমে থাকবে না কারো স্বপ্ন দেখা।

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.