Header Ads

বালিকা - ১ || শাহরিয়ার সোহাগ

  

বালিকা - ১ || শাহরিয়ার সোহাগ

বালিকা,

তখনো কিন্তু আমি তোমাকে বালিকা বলেই সম্মোধন করবো।

হুম, তখনো, ঠিক তখনো।

বয়সের ভার নিয়ে কোঁকড়ানো  চামড়ায় তুমি যখন বিকালে হাঁটতে  বের হবে পার্কে।

আমার কবিতা কিংবা ছন্দে তোমার মুখে এখন প্রশস্ত হাসি।

nq‡Zv থাকবে তখনো, যদি যোগাযোগ থাকে।

nq‡Zvev দীর্ঘ বিরতির পর হঠাৎ আমাদের দেখা হবে, সেই পার্কে।

আমাকে পাবে একটা একরঙা পাঞ্জাবি,

কাঁধে ব্যাগ আর কলম কাগজ হাতে,

চোখে একটা ভারী চশমা।

তুমি কেমন আছো বালিকা?- আমি জিজ্ঞেস করবো।

যদি না চেনো, তবে উত্তর দেব- আমি, ঐ যে আমি,

অনেকগুলো বছর আগে যে আমি তোমাকে নিয়ে কবিতা লিখতাম।

মুচকি একটা হাসি দিয়ে বোঝাবে যে তুমি আমাকে চিনেছো,

যদি না চেনো, তাও।

আসলে চেনার উপায় থাকবে না হয়তো।

মুখভর্তি দাড়ি আর বড় বড় কোঁকড়ানো চুলে-

আমি আমাকে ঢেকে ফেলেছি।

ঢেকে ফেলেছি এখনকার সময়, এই যৌবনটাকে।

 

তবে তুমি কিন্তু তখনো আমার চোখে সেই বালিকা ই থাকবে।

তুমি বালিকা, তুমি চিরযৌবনা।

মোটা চশমার মাঝ দিয়ে তোমাকে ঠিক ই চিনে ফেলবো দেখো।

একটা অনুরোধ করবো তখন-

বালিকা, আমার পাশে একটু বসবে,

তোমাকে নিয়ে, তোমাকে দেখে একটা কবিতা লিখব।

তুমি বসবে কিনা, তোমার সময় হবে কি না জানি না।

তবে আমি কিন্তু ঠিকই কবিতা লিখব,

ঠিক যেমনটা এখনো লিখি, তোমাকে কল্পনাতে কল্পনা করে।

সেই কবিতার নামকরণও করবো 'বালিকা' নামেই।

যে কবিতার প্রেক্ষাপট থাকবে এখনকার বালিকাকে ঘিরে।

 

 শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.