Header Ads

উন্মাদনা || শাহরিয়ার সোহাগ

 

উন্মাদনা  ||  শাহরিয়ার সোহাগ

 

নিজের দেহের যতটা অংশ দিয়ে সম্ভব-

তোমাকে অনন্ত সময় তোমাকে জড়িয়ে রাখা।

পুরো পৃথিবীকে তুচ্ছ করে,

আপলক চোখে তাকিয়ে থাকা তোমার চোখে চোখ রেখে।

মুখে অপ্রকাশ্য হলেও তোমার স্পর্শে আমার হৃৎপিন্ডের কম্পনের দ্রুততা।

স্তব্ধ চোখে তোমাকে দেখা।

ফুঁ দিয়ে সরিয়ে দেওয়া চোখের সামনে এলিয়ে পড়া তোমার উন্মাদ কেশ।

দুচোখে তোমাকে নিবিড় পর্যবেক্ষণ।

তোমার উন্মাদ চাহনীতে আমার উন্মাদনার ক্ষিপ্ততা দ্রুত থেকে দ্রুততর।

যৌনতা কখনো ভালবাসার সংগা হতে পারে না, তা ঠিক।

তবে ভালোবাসার পূর্ণতা তো যৌনতার মাঝেই।

আবেগী চোখে তোমার স্বশব্দ প্রশ্বাস।

ছুঁয়ে দেওয়া তোমার দেহের প্রতিটা পশম।

উন্মাদ তুমি আমি যেন হারাতে যাচ্ছি একই গন্তব্যে,

যেখানে লুকিয়ে আছে ভালোবাসার পূর্ণতা।

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.