Header Ads

অপেক্ষা || শাহরিয়ার সোহাগ || Opekkha poem by Shahriar Sohag

অপেক্ষা || শাহরিয়ার সোহাগ || Opekkha poem by Shahriar Sohag


অফিস থেকে ফেরার পথে,

তুমি যখন বললে তোমায় নিয়েই ঘরে ফিরতে,

পাবলিক বাসে ঝুলে, এলোমেলো চুলে,

আমি তখন ছুটে যাই তোমার হাসি দেখবো বলে।

রিক্সায় হুট তুলে ব্যস্ত রাস্তায়,

আমার হাত জড়িয়ে শহুরে সন্ধ্যায়।

আমি বারংবার দেখি তোমার

লাল টিপ, কাজলকালো চোখ, রাঙা ঠোঁট,

তোমার নীল শাড়ি, নীল চুড়ি, নীল কানের দুল,

কিংবা অনিচ্ছায় প্রকাশ্যে আসা ব্রার নীল ফিতা।

আমি চুমু দিই তোমার কপালে,

আমি নাক ঘষি তোমার চোয়ালে,

কিংবা সুযোগে হাতের তালুতে তোমার চোয়াল চেপে,

ঠোঁট মেলাই তোমার ঠোঁটে।

ব্যস্ত শহরে বৃষ্টিতে ভিজে তুমি আমি বাদাম খাই,

রিক্সা ছেড়ে হাত ধরে হাটি।

তুমি একহাতে আমার হাত জড়িয়ে রাখো।

অন্যহাতে তোমার আঁচল সামলাও।

তোমার আমার এক তিব্র অপেক্ষা।

অভিমান অভিযোগ ভুলে,

কবি আর শিল্পী আবারো-

হেটে বেড়াবে এই ফুটপাতে।

সকাল, বিকাল, সন্ধ্যা বা রাতে,

শিল্পীর হাত থাকবে কবির হাতে।

 

শাহরিয়ার সোহাগ এর 'অপেক্ষা' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Opekkha poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.