Header Ads

রঙের কাগজ || শাহরিয়ার সোহাগ

রঙের কাগজ  ||  শাহরিয়ার সোহাগ


 

সময়ের ব্যবধানে হয়ত আমি একদিন হব দেশের বোঝা, শিক্ষিত বেকার।

শূন্য পকেটে ইন করে সু পরে হাটব ফুটপাতে, চাকরির খোঁজে।

চায়ের দোকানে পাশে বসা সাহেব কে দেখে হিংসে হবে।

মা হয়ত ফোন করে বলবে- আর তোর খরচ দিতে পারছি না, নিজে কিছু কর। আর কত?

প্রেমিকার বিয়ে ঠিক হবে অন্য ঘরে, যার সাথে আমার ঘর বাঁধার ইচ্ছে ছিল।

এক বুক স্বপ্ন নিয়ে প্রায়ই যাব চাকুরির পরীক্ষায় অংশ নিতে।

তবে দেখব উপরের হস্তক্ষেপে সেই চাকরির মালিক হয়েছে আমার চেয়ে দূর্বল মেধার কেউ।

স্বপ্ন ভাঙবে, ভেঁঙে পড়ব আমি।

চোখ মুছে আবারো চোখ রাখব ফুটপাতের দেওয়ালে, চাকরির বিজ্ঞাপন খুঁজতে।

কেবল নিজের সাদাকালো সার্টিফিকেট রাখার রঙিন ফাইল ছাড়া-

নিজের জীবনে রঙিন বলতে কিছুই থাকবে না তখন।

 


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.