Header Ads

অভিমানের আয়না || শাহরিয়ার সোহাগ

 

অভিমানের আয়না  ||  শাহরিয়ার সোহাগ

তুমি চোখ মুছেছো বালিশে,

তোমার আয়না ভারী হয়েছে-

তোমার অভিমানমাখা নালিশে।

তোমার কথা বলার সঙ্গী এখন আয়নায় লুকানো তুমি।

তোমার লালাভ চোখে তুমি এখন পাওনা তাকে পাশে।

এই আয়নাটাই তার কিনে দেওয়া,

বড় ইচ্ছে ছিল তার কবিতা হওয়া।

নেই সে পাশে,

আয়নার ওপাশের মানুষটা তোমায় দেখে হাসে।

তোমার আয়না ভারী হয়েছে-

তোমার অভিমানমাখা নালিশে।

তুমি এখন একা চলতে পারো।

আজ তোমার দরকার হয়না কারো।

যে গেছে, সে যাক না, তোমার কি যায় আসে।

শুধু ভারী হোক তোমার আয়না,

তোমার অভিমানমাখা নালিশে।

 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.