Header Ads

বৃষ্টিতে || শাহরিয়ার সোহাগ

বৃষ্টিতে  ||  শাহরিয়ার সোহাগ


আজ এই শহরের উদ্মাদ বাতাসে-

এক পশলা বৃষ্টিতে ভিজে,

তোমার হাত ধরে ভেজার ইচ্ছে ছিল খুব।

তুমি বৃষ্টিতে ভিজে কেঁপে উঠতে,

তুমি বাতাসের শব্দে কেঁপে উঠতে।

আমি তোমায় জড়িয়ে ধরে বলতাম-

'ভয় কেন পাও! আমি তো আছি।'

তুমি বাচ্চা মেয়ের মত আমার বুক জড়িয়ে রাখতে।

আমি তোমার মাথা আমার বুকে চেয়ে রেখে-

আমার হৃদপিন্ডের স্পন্দন শোনাতাম।

সে শব্দের কাছে তুচ্ছ হত বাতাসের শব্দগুলো।

আর এই সন্ধ্যায় দুজন মিলে বৃষ্টিতে ভিজতাম।

বৃষ্টিতে ভিজেই আইসক্রিম আর ফুসকা খেতাম।

সবাই যখন ভেজার ভয়ে-

ফুটপাতের ছাউনিগুলোতে ভিড় করতো।

আমি তুমি তখন হাত ধরে দাপিয়ে রেড়াতাম ফুটপাত।

 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.