Header Ads

ভাল বাসা || শাহরিয়ার সোহাগ

  

ভাল বাসা || শাহরিয়ার সোহাগ


ব্যাচেলর নাকি ফ্যামিলি? শুধালেন মালিক সন্তান।

উত্তর: মামা, মামী আর আমি। মোট তিনজন।

আমার চাওয়া তিনটা রুম, সাথে ছোট্ট একটা বারান্দা।

রুমে যেন আলো বাতাস থাকে সর্বদা।

দ্বোতলা হলেও হবে। নিচতলা হলে ভালো হয়।

সিঁড়ি বেঁয়ে ওঠা নামার সময়টা বেঁচে যায়। 

মামী প্রাইমারি স্কুলের টিচার। যশোরে থাকেন।

বন্ধের সময় এসে মাঝেমাঝে থাকবেন।

মামাও মাস্টারি করে খায় তো। তাই বাসায় কিছু বাচ্চা পড়াবেন।

: এগারোটার সময় গেট বন্ধ, বাসায় কখন ফেরেন?

মামা কোন স্কুলে মাস্টারি করেন?

: রাইফেলস পাবলিকে বাংলা পড়ান,

এগারোটার আগেই বাসায় আসেন।

: তবে সমস্যা একটা আছে।

আপনার মামী তো থাকে না মামার কাছে।

আপনারাও এক হিসেবে ব্যাচেলর, তাই-

মালিকের কিন্তু একটা ভয় থেকে যায়। 

 

ব্যাচেলরে ভয় তাদের, আর কোন সমস্যা না।

বউ কাছে না থাকলে তারা বাসা ভাড়া দিবেন না।

যারাও বা রাজি হলেন, তাদের বাসাটা ঠাসা।

সেই বাসাতে অপূর্ণ আমাদের আশা।

মনোশ্বর রোড, তল্লাবাগ খুঁজলাম অনেক বাসা।

কোথাও খুঁজে পেলাম না আমার স্বপ্নের ভাল বাসা।

 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.