Header Ads

আমার শহর ২ || শাহরিয়ার সোহাগ

আমার  শহর ২ || শাহরিয়ার সোহাগ


কাক ডাকা সকালে ঘুম ভাঙে ময়লাওয়ালার কর্কশ ধ্বনীতে।

জ্যাম দিয়েই সকালের যাত্রা শুরু।

গাড়ির শব্দে প্রিয় চায়ের কাপের শব্দও মিলিয়ে যায়।

ভিক্ষা ব্যবসা, ধান্দাবাজি, ফুটপাতের হকারি,

আধুনিকতার নামে ছোট পোশাকে †`n দেখিয়ে কিছু মেয়ের বেশ্যাগিরি।

আর গলির মোড়ে আড্ডারত কিছু বেয়াদবের চোখ দিয়ে সে দেহ ভক্ষণ।

এসব আমার নিত্য অভিজ্ঞতা।

 

সিটি বাসে ললনাদের অপ্রত্যাশিত চাপ সহ্য করা যেন ˆbwgwËK NUbv

খোলা আকাশে সাদা মেঘ দেখি না,

কংক্রিটের ফাঁকে যতটুকু আকাশ দেখি- সেটাও কালো †auvqvi দখলে।

এখানকার ভিক্ষুকগুলো সবাই মুসলমান।

সবাই আল্লাহর নামে কিংবা আল্লাহর রাস্তায় ভিক্ষা চাq

এই শহরে সূর্য ওঠে ঠিকই, তবে A‡¯Ív যায় না।

এই শহরে বর্ষায় হাটু পানি থাকে ঠিকই,

তবে এই শহরেই আমি আমার স্বপ্ন ভাসিয়েছি।

এখানে ঘুড়ি-পাখি যতটা না ওড়ে,

তার চেয়ে মানুষ তার স্বপ্ন বেশি উড়ায়

কেন জানি এ শহর আমাকে খুব বেশি টানে।

এ শহরে আমি প্রতিনিয়ত নিজেকে বিক্রি করি,

নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে।

তারপরও বারংবার আমি এই শহরের প্রেমে পড়ি।

এ আমার ভালোবাসায় শহর।



শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.