Header Ads

আমার শহর - ১ || শাহরিয়ার সোহাগ




আমার একটা শহর আছে,

এই শহরেও আকাশ আছে।

তবে সে আকাশে ঘুড়ি ওড়ে না, কালো কাক ওড়ে। 

এই শহরেও বৃষ্টি হয়।

তবে এই বৃষ্টিতে ভিজলে গায়ে ফোসকা নেয়।

এই শহরে দুই ধরনের মানুষ কাপড় পরতে চায় না।

গরিবের ছেলেরা অভাবেআর ধনীর দুলালীরা স্বভাবে।

 

আজব আমার শহর।

এখানে প্লাস্টিকের মানুষগুলোও কোট-স্যুট পরে।

আমার শহরের অনেক মানুষ কুকুরের সাথে ঘুমোয়।

আমার শহরে অনেক মানুষ ডাস্টবিন কে রেস্টুরেন্ট কল্পনা করে।

কারণ সেখানে বিরিয়ানি, মুরগীর হাড় পাওয়া যায়।

হোক সেটা উচ্ছিষ্ট।

এই শহরে দাসী বিক্রি হয় না,

এক রাতের জন্য ভাড়া পাওয়া যায়, স্বেচ্ছায়।

রিক্সাওয়ালার জন্য দুইশ টাকায়,

আর বড়লোকের হিসেব চেক কিংবা বান্ডিলে

 

এই শহরে অনেক কোলাহল।

বড় টিপওয়ালীদের মানবতার স্লোগানের শব্দে-

মিলিয়ে যায় তার বাড়িতে নির্যাতিত কাজের মেয়ের বোবা কান্নার শব্দ।

এই শহরের কালো টাকার সাদা দেহের মানুষগুলো-

প্রতিনিয়ত শোষন করছে কালো দেহের সাদা মনের মানুষগুলোকে।

 

আমার শহর অনেক ব্যস্ত। নিজ নিজ কাজে।

এর মধ্যে অনেকই মানবতা নিয়ে কথা বলে।

কেউ খুন হলে, কোন সমস্যা হলে-

কাপড়ে তাদের উদ্দেশ্য লিখে নিয়ে চলে আসেন শাহবাগে।

বড় কষ্ট হয় এখন তাদের দেখলে।

একের পর এক স্লোগান দিয়ে তারা আজ ক্লান্ত।

এত এত ব্যানার ফেসটুন করে তারা আজ নিঃস্ব।

এটাই আমার শহর।

আমার শহরে সমস্যা আছে, সমাধান খুব একটা নেই।

মানুষ স্বপ্ন নিয়ে আমার শহরে আসে।

আমার শহরে স্বপ্নের ফেরিওয়ালার অভাব নেই।

এই স্বপ্ন কিনবেন, স্বপ্ন।




শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.