Header Ads

কিভাবে সঠিক বন্ধু নির্বাচন করবেন - শাহরিয়ার সোহাগ

আজ কথা বলব বন্ধু নির্বাচন নিয়ে।

ছাত্রজীবনে বন্ধুদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারো কারো ক্ষেত্রে তাঁর জীবন ই প্রভাবিত হয় বন্ধুদের দ্ধারা যার সাথে আপনার বেশি যোগাযোগ থাকবে তার দ্বারা আপনি সবচেয়ে বেশি প্রভাবিত হবেন অধিকাংশ মানুষের জীবনধারা তাদের ঘনিষ্ঠ বন্ধুদের মতই হয় তাই আপনার বন্ধু যদি মেধাবী সহানুভূতিশীল সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হয় তাহলে আপনারও সেগুলো অর্জন করার সম্ভাবনা থাকে শেখ সাদির একটা উক্তি আছে, কবুতর মেশে কবুতরের সাথে ইগল মেশে ইগলের সাথে

 

 বাঘ যদি ছাগলের পালের সাথে সবসময় বিচরণ করতে থাকে তাহলে সেও একদিন নিজেকে ছাগল ভাবতে  শুরু করবে আপনার বন্ধু যদি হয় অসৎ, খারাপ আচরণের হয় কিংবা লক্ষ্যহীন জীবনে ভেসে বেড়ায়, নেশাগ্রস্থ হয়, বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত থাকে, মস্তানি বা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকে, তাহলে সেই বন্ধুরা আপনার জীবনের লক্ষ্য থেকে আপনাকে লাইনচ্যুত করে ফেলবে তাদের সাথে থেকে আপনার ভিতরেই এসব বদ অভ্যাসগুলো জন্ম নিবে তাই এমন বন্ধু পরিহার করুন

আরেকটা কথা কোন বন্ধু যদি আপনার জন্য আনন্দের কারণ না হয় বেশিরভাগ ক্ষেত্রে যদি তার সাথে আপনার তর্ক-বিতর্কে কেটে যায়, তাহলে আপনার আচরণে কিছু পরিবর্তন আনা উচিৎ তার সাথে দেখা করা কমিয়ে দিন না হলে কিভাবে তার সাথে মতানৈক্য সৃষ্টি হয় তা খুঁজে বের করুন কারণ ক্রমাগত এই মতবিরোধের জন্য আপনার মানসিক শান্তি নষ্ট হবে ছাত্রজীবনে সুন্দরভাবে অগ্রসর হওয়ার জন্য বিশ্বস্ত এবং সৎ বন্ধু খুব প্রয়োজন আর যদি একজনের ভিতর পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা 

কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন যদি সে প্রায় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, তার সমস্যার কথা বারবার আপনাকে জানিয়ে আপনার সময় নষ্ট করে, আপনার শান্তি বিঘ্নিত করে, তাহলে আপনাকে এখনই সতর্ক হতে হবে আপনার এমন কোন সম্পর্কের প্রয়োজন নেই যা আপনার সাফল্যের পথ কে বিঘ্নিত করে প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত করে 

আপনি হয়তো বলবেন আপনার সহযোগিতা তার প্রয়োজন যতই প্রয়োজন হোক নিজের সম্ভাবনা বিনষ্ট করে অন্যের প্রয়োজন হওয়ার কোন প্রয়োজন নেই কারণ প্রথমত আপনার অভিভাবকদের কাছে আপনি শিক্ষাগত সাফল্য লাভের জন্য প্রতিশ্রুতি বদ্ধ এরথেকে বিচ্যুতির ওয়াদা ভঙ্গের শামিল মনে রাখতে হবে আপনি নিজে সফল না হতে পারলে আপনি কারোর উপকার করতে পারবেন না 

আপনি আপনার আবেগ দ্বারা পরিচালিত হলে এ সত্যটি আপনার পক্ষে বোঝা খুব কঠিন হবে কিন্তু যখন বুঝবেন তখন অনেক বিলম্ব হয়ে যাবে তখন আপনার জীবনে অনুশোচনা কিংবা গ্লানি ছাড়া কোন কিছুই অবশিষ্ট থাকবে না এমন অনুশোচনা কারী সংখ্যাও কিন্তু একেবারে কম না তাই পরবর্তী জীবনে অনুশোচনা করার চেয়ে এখনই সিদ্ধান্ত নিন আজেবাজে সঙ্গীদের সাথে সম্পর্ক বিসর্জন দিয়ে প্রতিশ্রুতিশীল, গতিশীল, প্রো-অ্যাকটিভ, মেধাবীদের  সাথে বন্ধুত্ব গড়ে তুলুন তারাই আপনার জন্য আনন্দের উৎস হবে ভালো এবং সফল বন্ধুর সহযোগিতা আপনাকেও সফলতার পথে নিয়ে যাবে

No comments

Powered by Blogger.