Header Ads

নটর ডেম কলেজ, ঢাকা- শাহরিয়ার সোহাগ

নটর ডেম কলেজ, ঢাকা- শাহরিয়ার সোহাগ

নটর
ডেম কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর মধ্যে একটি যেখানে বি.. পড়ার সুযোগও আছে পবিত্র ক্রুশ সংঘের ধর্মযাজকদের দ্বারা নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত হয় ২০০৯ খ্রিষ্টাব্দে কলেজটির ৬০ বছর পূর্ণ হয়েছে বর্তমানে এটি কমলাপুর রেলস্টেশনের কাছাকাছি মতিঝিল-আরামবাগে অবস্থিত

 

১৯৪৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঢাকা শহরের লক্ষ্মীবাজারে হলি ক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় কর্তৃক নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত হয় প্রথমদিকে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে পরিচিত ছিল, যা ছিল সেন্ট গ্রেগরিজ স্কুলের পরিবর্ধন ১৯৫৪ খ্রিস্টাব্দে এটি আরামবাগে স্থানান্তর করা হয় তখন এটির নামকরণ করা হয় নটর ডেম কলেজ

কলেজটি প্রথমে কলা বাণিজ্য বিষয়ে পড়ালেখা চালু করলেও পরবর্তীতে ১৯৫৫ খ্রিস্টাব্দে বি. এবং ১৯৬০ খ্রিস্টাব্দে বি.এস.সি চালু করে ১৯৫০খ্রিস্টাব্দে নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ১৯৫৯ খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহে নজরকাড়া সাফল্য অর্জন করে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পায়

নটর ডেম কলেজের 'নটর ডেম' শব্দ দুটো ফরাসি ভাষা থেকে নেয়া হয়েছে ইংরেজিতে যার অনুবাদ হলো 'Our Lady' রোমান ক্যাথলিকগণ 'আওয়ার লেডি' বলতে যিশুখ্রিষ্টের মা মারিয়া বা ম্যারিকে বুঝিয়ে থাকেন তাই ক্যাথলিকদের দ্বারা পরিচালিত এই কলেজটির নাম সেই মহীয়সী নারীকে উৎসর্গ করে রাখা হয়

কলেজের মূলনীতি হলো: Diligite Lumen Sapientiae, যার অর্থ জ্ঞানের আলোকে ভালোবাসো ক্যাথলিক ধর্মমতে, যিশুখ্রিস্টের মা ম্যারি হলেন জ্ঞানের প্রতীক "জ্ঞান" (Sapientiae) শব্দটি কলেজের মুখ্য উদ্দেশ্য একাধারে জ্ঞানার্জন জ্ঞানের উৎস স্রষ্টাকে লাভ করার প্রতি ইঙ্গিত করে "আলো" (Lumen) শব্দটি দ্বারা অন্ধকারকে দূরীভূত করা সত্য-মিথ্যার পার্থক্য করতে পারার প্রতি ইঙ্গিত করে আর "ভালোবাসো" (Diligite) শব্দটি দ্বারা ভালোবাসার সাথে জ্ঞান আহরণের প্রতি ইঙ্গিত করে

নটর ডেম কলেজ, রোমান ক্যাথলিকদের দ্বারা পরিচালিত হলেও সকল ধর্মাবলম্বী ছাত্ররাই এখানে অধ্যয়নের সুযোগ পান কলেজটিতে শুধুমাত্র ছাত্ররা পড়তে পারে, ছাত্রীদের জন্য এখানে কোনো স্থান রাখা হয়নি কলেজটি পরিচালিত হয় পবিত্র ক্রুশ সন্ন্যাস-সংঘের ফাদারদের দ্বারা পরিচালিত হয় এই সন্ন্যাস-সংঘের ফাদারগণ উত্তর আমেরিকাতে নটর ডেম বিশ্ববিদ্যালয়, পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়, কিংস মহাবিদ্যালয়, স্টোনহিল মহাবিদ্যালয়, এবং দক্ষিণ আমেরিকার চিলির সান্তিয়াগোতে সেন্ট জর্জ মহাবিদ্যালয় পরিচালনা করেন কলেজে সন্ন্যাসব্রতী ধর্মযাজক ছাড়াও অযাজকীয় শিক্ষক-শিক্ষিকা রয়েছেন

কলেজের সূচনালগ্নেই ১৯৪৯ খ্রিস্টাব্দে কলেজের অভ্যন্তরে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়, যার প্রাক্তন নাম ছিল, কলেজের প্রাক্তন নামেই, "সেন্ট গ্রেগরিজ কলেজ লাইব্রেরি" পরবর্তীতে , ১৯৫৪ খ্রিষ্টাব্দে, কলেজের নাম পরিবর্তন করে নটর ডেম কলেজ রাখা হলে গ্রন্থাগারের নামও পরিবর্তন করে রাখা হয় "নটর ডেম কলেজ লাইব্রেরি" কলেজের নতুন ভবনের (গাঙ্গুলী ভবন) নির্মাণ কাজ শুরু হলে ১৯৯৫ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট গ্রন্থাগারটি, কলেজের যুক্তিবিদ্যার প্রাক্তন অধ্যাপক ফাদার রিচার্ড নোভাক, সিএসসি-এর স্মৃতির উদ্দেশ্যে তাঁকে উৎসর্গ করে রাখা হয় "ফাদার রিচার্ড নোভাক মেমোরিয়াল লাইব্রেরি"

 

নটর ডেম কলেজের কৃতি ছাত্রগণ

সিরাজুল ইসলাম চৌধুরী - লেখক, শিক্ষাবিদ

. কামাল হোসেন - সংবিধান প্রণেতা, আইনজীবী, রাজনীতিবিদ

ফরিদুর রেজা সাগর - লেখক, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই

. শাইখ সিরাজ - সাংবাদিক, কৃষি উন্নয়ন গণমাধ্যম ব্যক্তিত্ব

গিয়াসউদ্দিন আহমেদ - সিনিয়র লেকচারার, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

. ইফতেখার আহমেদ চৌধুরী - বাংলাদেশের সাবেক মাননীয় মন্ত্রী

চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী - বাংলাদেশের সাবেক মাননীয় মন্ত্রী

. আইনুন নিশাত - এমিরেটাস অধ্যাপক, পানি সম্পদ জলবায়ু বিশেষজ্ঞ, উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়

. মাহফুজ আনাম - সম্পাদক, দি ডেইলি স্টার

ইয়াফেস ওসমান - স্থপতি, বাংলাদেশের মাননীয় মন্ত্রী

লেফটেন্যান্ট জেনারেল হাসান মাহমুদ চৌধুরী - সাবেক চিফ অব স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী

তপন চৌধুরী - চেয়ারম্যান, স্কয়ার ফার্মাসিউটিকালস

বুলবুল আহমেদ - বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা

তারেক মাসুদ - বাংলাদেশি চলচ্চিত্রনির্মাতা

আজাদ আবুল কালাম - অভিনেতা নাট্যকার

মুসা ইব্রাহীম - বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি

মোহাম্মদ আবদুল মুহিত - বাংলাদেশের দ্বিতীয় এভারেস্টজয়ী ব্যক্তি

হাসানুল হক ইনু - বাংলাদেশের মাননীয় মন্ত্রী

হামিন আহমেদ - সংগীতশিল্পী, মাইলস

বাপ্পা মজুমদার - সংগীতশিল্পী, দলছুট

তাহসান রহমান খান - শিক্ষক, অভিনেতা, সংগীতশিল্পী, প্রাক্তণ সদস্য, ব্ল্যাক

জিয়াউর রহমান জিয়া - সংগীতশিল্পী, শিরোনামহীন

ফুয়াদ আল মুকতাদির - সুরকার

 

No comments

Powered by Blogger.