Header Ads

প্রিয়ন্তিকা- শাহরিয়ার সোহাগ

 

প্রিয়ন্তিকা:

বছর পাঁচেক আগের সেই সময়ে মনে হতো জীবন বোধ হয় এমনই। জীবনের মানে ছিল বন্ধু, প্রেমিকা, আড্ডা। পাঁচ বছর আগের সেটা যদি জীবন হতো তাহলে এখনকার এই ব্যস্ত সময়টা কি? আর যদি এখনকার এই ব্যস্ত সময়টা ই জীবনের সংগা হয়, তাহলে পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয়ে ফেলে আসা সেই দিনগুলো কি ছিল? আসলে জীবনের একটা পর্যায়ে এসে ভালোবাসার থেকে বেঁচে থাকাটাই বেশি গুরুত্ববহ হয়ে ওঠে।

 

এই শহরের প্রতিটা মেয়েই প্রিয়ন্তিকা। কেউ পরিবারের জন্য প্রিয়জন ছাড়ে, কেউ প্রিয়জনের জন্য পরিবার ছাড়ে।

 

শাহরিয়ার সোহাগ এর উপন্যাস প্রিয়ন্তিকা।

মুদ্রিত মূল্য : ২৫০ টাকা।

 বইটি কিনতে পরেন শাহরিয়ার সোহাগ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। 

এবং রকমারি থেকে। 

No comments

Powered by Blogger.