Header Ads

যেদিন- শাহরিয়ার সোহাগ

যেদিন- শাহরিয়ার সোহাগ


 যেদিন


যেদিন একই দিনে বন্ধ থাকবে তোমার আমার অফিস,
সকালে দুজন একসাথে হাটতে বের হবো।
ফেরার পথে ফরমালিন দেওয়া টাটকা সবজি আর-
কয়েকপদের মাছ কিনে বাসায় ফিরবো।
যে যার কাপড়চোপড় ধুয়ে শুরু করবো রান্না।
আমি তখন তুমি বাবুর্চির এ্যাসিস্টেন্ট হবো।
প্লিজ, রেসিপিতে ভর্তা রেখো কয়েক পদের।
রান্না শেষে তুমি যখন গোসলে যাবে-
আমি তোমায় লুকিয়ে সাজাবো আমাদের ছোট্ট ফ্লাট।
তুমি খুব খুশি হবে-
খুশির ঠ্যালায় জড়িয়ে ধরবে আমাকে।
আমি তোমার কপালে চুমু দিয়ে-
মুখোমুখি বসে আহারে ব্যস্ত হবো।
সন্ধ্যায় সিনেমা দেখে রাতে ফেরার পথে -
ডিনার সেরে নেবো তোমার কোনো পছন্দের রেস্টুরেন্টে।

 

 

সন্ধ্যা সাড়ে ৭টা।
১৩--১৯ধানমন্ডি।


আবিদা- শাহরিয়ার সোহাগ




No comments

Powered by Blogger.