অসমাপ্ত বন্ধুত্ব || শাহরিয়ার সোহাগ
স্কুল জীবন থেকেই ওদের বেশ ভালো বন্ধুত্ব। সেই ক্লাস সিক্স
থেকে। নেহাল, অভি,
প্রিন্স, শিমু
যুথি, মেঘা। একসাথে স্কুলে যাওয়া, আড্ডা
দেওয়া কতই না সুন্দর সুন্দর সময় কেটেছে ওদের। এই সুন্দর বন্ধুত্বের কথা ওদের
পরিবারও জানতো। ওদের একসাথে হাজারটা স্মৃতি আছে। তবে স্কুল জীবন শেষ করে পরবর্তী
পড়াশোনার জন্য যখন কলেজে ভর্তি হয়,
ওরা ভিন্ন ভিন্ন কলেজে চান্স
পায়। স্বভাববসত তাই আগের মত যখন তখন দেখা করে জমিয়ে আড্ডা দিতে পারে না। ওদের
নিয়মিত যোগাযোগে কিছুটা ভাটা পড়ে। তবে সময় সুযোগ বুঝে আড্ডা দিতে বিন্দুমাত্র
চিন্তা করে না। জীবনের একটা পর্যায়ে এসে ওদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয়। মেধা
অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে ভর্তি হয়ে তারা
যে যার মত ব্যস্ত হয়ে পড়ে পড়াশুনা নিয়ে। বন্ধুত্বের গাঢ় রংটা কিছুটা ফিকে হয়, তবে
পুরোপুরি বিবর্ণ হয় না। কাছাকাছি বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধুর সাথে সময় সুযোগ
বুঝে আড্ডা জমায় ওরা। আর যখনই দম বন্ধ হওয়ার উপক্রম, তখনই
দলে বলে হামলা করে কোন বন্ধুর বিশ্ববিদ্যালয়ে। দুদিন মন ভরে আড্ডা দিয়ে যে যার
মত ফিরে যায় আবার নিজের গণ্ডিতে। স্কুল জীবনে আড্ডার সেই দুর্দান্ত সময়, সেই
দারুণ স্মৃতি জীবনের এই বয়সটাতে এসে অনুভব করা কিংবা কল্পনাতে কল্পনা করা ছাড়া
কিছুই করার থাকে না। না যাওয়া যায় সেই সময় ফিরে, না
নিজের বর্তমান সময়টাকে বানানো যায় অতীতের মত করে। ওদের এই বন্ধু সার্কেলে দুজনের
প্রেম ছিল। দুজন দুই ধর্মের। বাসা থেকে মেনে নিবে না। ভাগ্যের নির্মম দোলাচলে এক
বন্ধুর বিয়ে হয় নেশাগ্রস্থ জুয়াড়ীর সাথে। এক বন্ধু বিয়ের পর হাজবেন্ডের সাথে
বিদেশে সেটেল হয়। ছাত্র রাজনীতি দুই গ্রুপের সংঘর্ষের বলি হয় সবার প্রিয়
বন্ধুটা। দিনশেষে তাদের সেই স্কুল জীবনের পুরোনো আড্ডাস্থল স্কুলের পাশের বটগাছের
নিচে একা বসে বন্ধু নেহাল আজও খুঁজে ফিরে তার সেই বাল্যবন্ধুদের। যাদের সাথে তার
কেটেছে জীবনের সুন্দরতম সময়। যাদের সাথে রয়েছে তার দুর্দান্ত হাজারটা স্মৃতি।
নেহালের অস্তিত্বের পুরোটা জুড়েই আছে তারা, যাদেরকে
নেহাল এখনো প্রতিনিয়ত খুব মিস করে। এই জগত সংসারে নেহাল ওদেরকে সবচেয়ে বেশি
ভালোবাসে। বন্ধু থাক আর না থাক, বন্ধুত্ব কি আর শেষ হয়। বন্ধুত্ব তো অসমাপ্ত।
স্মৃতির পাতায় হারানো বন্ধুদের খুঁজে ফেরার এক মিথ্যা
কল্পনা। আর তাদের সাথে পার করা সময়ের স্মরণীয় কিছু স্মৃতি। সবকিছুই আগের মত আছে, সেই
নদী, সেই বটগাছ। শুধু নেই সেই বন্ধুত্বটা। নদী
শুকানোর সাথে সাথে ফিকে হয়ে গেছে তাদের উজ্জ্বল বন্ধুত্ব। তবুও নেহাল স্বপ্ন দেখে বন্ধুত্বের মঞ্চে এক হয়ে আবারো আড্ডা দেবে সব বন্ধু
অভিনেতাগুলো।
শাহরিয়ার সোহাগ এর উপন্যাস অসমাপ্ত বন্ধুত্ব।
বইটার মূল্য -
২০০ টাকা।
বইটি কিনতে পরেন শাহরিয়ার সোহাগ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।
এবং রকমারি থেকে।
No comments