Header Ads

শখ || শাহরিয়ার সোহাগ || Shokh poem by Shahriar Sohag

শখ || শাহরিয়ার সোহাগ || Shokh poem by Shahriar Sohag



একটা শখ জেগেছে মনে।

তুমি একদিন শাড়ি পরে খোলা চুলে আসবে,
আর আমি তোমাকে-
শক্ত করে জড়িয়ে ধরবো রাস্তার মধ্যে।
আর তুমি আমার বুকে কান পেতে-
আমার হৃদস্পন্দন শুনবে মন দিয়ে।

তোমার হাত ধরে কিছুক্ষণ হাটবো,
পেয়ারা মাখা খাব রমনার বেঞ্চে বসে।
তুমি খুব মজা নিয়েই খাবে,
আর আমি উপভোগ করবো তোমার উচ্ছালতা।

তোমার আঙুলের ফাঁকে আঙুল রেখে-
চুপচাপ তোমার স্পর্শ অনুভব করবো।
তুমি আমার সাথে দুষ্টুমি করবে।
আমি তোমার চুল এলোমেলো করে দেবো।
লোকলজ্জা এড়িয়ে-
তুমি আমার কাঁধে মাথা রাখবে।
আমি একটা আলতো চুমু দেবো তোমার কপালে

শাহরিয়ার সোহাগ এর 'শখ' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Shokh poem by Shahriar Sohag 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা



No comments

Powered by Blogger.