Header Ads

সরকারী কারমাইকেল কলেজ, রংপুর- শাহরিয়ার সোহাগ

সরকারী কারমাইকেল কলেজ, রংপুর- আফরিন আহমেদ কৌশিক

বাংলার রংপুর অঞ্চলের কিছু শীর্ষস্থানীয় জমিদারদের প্রচেষ্টায় বাংলার লর্ড ব্যারন কারমাইলের হাত ধরে ১৯১৬ সালে রংপুর কারমাইকেল কলেজের যাত্রা শুরু হয় বাংলার লর্ড কারমাইলের নামানুসারে কলেজের নাম রাখা হয় "কারমাইকেল কলেজ,রংপুর "

 

প্রতিষ্ঠাকালীন ৩০০ একর জমি এবং ৭৫০০০০ টাকা সংগ্রহ করে স্থানীয় জমিদারগণ কলেজের ভবণ নির্মাণ কাজ শুরু করেন১৯১৭ সালে উচ্চ মাধ্যমিক কলা বিভাগের দিয়েই কলেজের যাত্রা শুরু করেন জার্মান নাগরিক .ওয়াটকিন ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ

পরে ১৯২২ সালে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ চালু কলা বিজ্ঞান উভয় বিভাগেই স্নাতক বিভাগ চালু করা হয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলপরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়সবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯২সালে সালে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওয়াত আনা হয়

 

বর্তমানে ৭০০ একর জমির উপর অবস্থিত কলেজটি বাংলা জমিদারি স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসাবে পরিচিতি বহন করছেক্যাম্পাসের দক্ষিণে বর্তমানকালে রংপুর ক্যাডেট কলেজ এবং উত্তরে রংপুর স্টেশন ঐতিহাসিক লালবাগ হাট বাজার অবস্থিতএছাড়া কলেজ ক্যাম্পাসে একটি ক্যান্টিন,একটি সুদৃশ্য মসজিদ,বিভিন্ন বিভাগীয় ভবন,দুটি খেলার মাঠ,তিনটি ছাত্রী হল,তিনটি মুসলিম ছাত্র হল একমাত্র হিন্দু ছাত্র হল রয়েছেকলেজটিতে বর্তমানে ১২ টি বিষয়ে অনার্স কোর্স চালু সহ এইসএসসি ডিগ্রি পাস কোর্স চালু আছে

 

প্রতিষ্ঠকালীন সময় থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীর মধ্যে রয়েছেন;সাহিত্যিক একাত্তরের ঘাতক দালাল নির্মূল অন্দোলনের নেত্রী 'জাহানারা ইমাম'; লেখক,সাংবাদিক, কথা সাহিত্যিক নাট্যকার 'আনিসুল হক'; অভিনেতা রাজনীতিবিদ 'আসাদুজ্জামান নূর'; সাবেক রাষ্ট্রপতি 'হুসেইন মুহাম্মদ এরশাদ সহ বরেণ্য নামধারী অনেকে

 

শতবর্ষ পেরিয়ে কলেজটি বর্তমান সময়ে দক্ষিণবঙ্গ সহ দেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছেন

 

লেখক:

শাহরিয়ার সোহাগ

No comments

Powered by Blogger.