Header Ads

শাহরিয়ার সোহাগ এর উপন্যাস লংজার্নি

 

শাহরিয়ার সোহাগ এর উপন্যাস লংজার্নি

হালকা খুলে রাখা জানালায় নিপার উড়ন্ত চুলোগুলো লেপ্টে যাচ্ছে নীলের মুখে। তাতে নীলের বিন্দু মাত্র অভিযোগ নেই। একটা মেয়ে যতটু সুন্দরী ঠিক তারও দ্বিগুন সুন্দরি তার ঘুমন্ত চাহনী। সৃষ্টিকর্তার প্রতিটা সৃষ্টিই কত না জানি নিঁখুত, অপূর্ব, নিদারুন পরিপূর্ণতায় ভরা। নিপা, যে মেয়েটা এতক্ষণ হাসছিল নীলের পাশে বসে, যে ব্যস্ত ঠোঁটদুটো এতক্ষন গল্পে মাতম ছিল নীলের সাথে। ক্লান্তিতে শরীর এলিয়ে বাসে ঝাঁকুনিতে সেই নিপার মাথা তখন নীলের কাঁধে। নীল কি তাকে ডাকবে? না, ঘুমাচ্ছে যখন ঘুমাক। ডাকাটা ঠিক হবে না। আর ডাকলে যদি একটা উষ্ঞ হাসিতে সরি বলে মাথাটা সরিয়ে নেয়? খারাপ লাগছে না তো। এমন অভিজ্ঞতা নীলের এই প্রথম।

 

শাহরিয়ার সোহাগ এর উপন্যাস লংজার্নি।

মুদ্রিত মূল্য : ২০০ টাকা।


বইটি কিনতে পরেন শাহরিয়ার সোহাগ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। 

এবং রকমারি থেকে। 

No comments

Powered by Blogger.