Header Ads

অদৃশ্য || শাহরিয়ার সোহাগ

 

অদৃশ্য || শাহরিয়ার সোহাগ

অদৃশ্য ধর্মের দেয়ালটা বেশ শক্ত আমাদের সমাজে।
চাইলেই কিন্তু আমরা ভাঙতে পারি।
তিনবার কবুল বলে সাতপাকে বাঁধা হতে পারে আমাদের জীবন।
তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে-
আমি প্রার্থনায় বসবো জায়নামাজে।
তোমার আমার দেহের কোথাও কি আছে ধর্মের চিহ্ন?
এসেছি তো একজনের কাছ থেকেই।
তিনিই আমাদের পাঠিয়েছেন ভিন্ন ঠিকানায়, ভিন্ন মায়ের গর্ভে।
আমাদের কি দোষ বলো!

ভালোবাসা তো ধর্ম দেখেনা।
আনুষ্ঠানিক শরীর বিনিময়ে ধর্ম দেখে এই সমাজ।
তবে মনের প্রয়োজন তো আমরা বুঝি।
অভ্যাসগত জায়গাতে নিজেদের হয়ত-
হতে হবে আরো বেশি আন্তরিক।
এতদিনের চলাফেরাতে এখন পর্যন্ত-
কখনো কি অনুভব করেছো ধর্মের বাঁধা?
তোমার হাসিতে বা আমার চোখে-
প্রেম ছাড়া ধর্ম প্রকাশ পেয়েছে কি কখনো?
দুজন দুই যুক্তিতে বিশ্বাসী হয়ত আমরা।
তবে নিজের জগতের বাইরের জগতে-
অনায়াসে আমরা লালন করতে পারি আমাদের বিশ্বাস।
বালিকা, অদৃশ্য ধর্মের দোহায় দিয়ে-
দৃশ্যমান ভালোবাসা কি এড়ানো সম্ভব?

সকাল ১১.৫০২০--১৯
ধানমন্ডি, ঢাকা।

No comments

Powered by Blogger.