তখন হয়ত || শাহরিয়ার সোহাগ
তখন হয়ত যোগাযোগটা থাকবে না নিয়ম করে।
তুমি আমায় শোনাবে না গান।
তোমায় ভেবে আর লেখা হবে না কবিতা।
তবে থেকে যাবে না কেউ নি।
তুমি ঠিকই গান করবে আর আমার লেখাও প্রকাশ পাবে নিয়মিত।
দুজনের দেখা হবে সফলতায়, তবে যোগাযোগটা থাকবে না হয়ত।
তখন তোমায় জ্বালাবো না সত্যি।
দূর থেকে দেখবো হয়ত.. তবে সত্যি বলো তো, এই সময়গুলো, এই পাগলকে, আর এই পাগলের সাথের স্মৃতিকি ভুলতে পারবে?
জানি এটা পারবে না। শত ব্যাস্ততায় কোথাো না কোথায় আমার মিল পাবে।
শত ব্যস্ততায় মনের বিরুদ্ধে হলেও- এই কবিকে তুমি খুব মিস করবে দেখো।
আর আমি? আমি তো আমার কোকিলাকে অনুভব করবো প্রতিবেলায়।
তখন হয়ত তোমায় বলতে পারবো না এসব কথা।
আমার চোখে তোমার চোখ পড়বে না।
তোমার হাসি আমার পেট ভরাবে না।
তখন হয়ত তুমি বেশ থাকবে। দোয়া করি- তুমি ভালো থাকবো।
তোমার জগৎ নিয়ে। তোমার ইচ্ছেগুলো নিয়ে।
শাহরিয়ার সোহাগ
No comments