ল্যাম্পপোস্ট ললনা
রাজুর পাশে আমি তুমি বসে মুখোমুখি,
চুমুক দিচ্ছি মুক্তারের চায়ের কাপে।
চোখে চোখ রেখে আমার শক্ত আঙুলের মাঝে তোমার নরম হাতের তালু।
খোলা চুলে ল্যাম্পপোস্টের আলোতে তোমাকে বেশ লাগে ললনা।
প্রতিটা চুমুকে আমার হিংসে হয় কাপের উপর।
সে আমার সামনে বারবার ঠোঁট ছুঁয়ে দেয়, আমি পারি না।
রাজুকে পেছনে ফেলে তোমার হাত ধরে হেটে চলা।
হলুদ বাতির আবছা আলোতে তোমাকে নিয়ে রিক্সা ভ্রমণ।
তুমি বরাবরই সুন্দর, তবে তোমাকে আজ বেশ লাগছে।
সেজন্যই তো নিয়মিত বিরতিতে তোমার চোয়াল টেনে তোমাকে আদর করি।
ললনা, ঠিক সে মুহূর্তে তোমার লাজুক হাসিটা বারবার দেখার জন্যই আমার এমন আচোরণ।
সানবাঁধানো বৃক্ষতলে তোমার আমার প্রেম বিনিময়।
তোমার ঠোঁট, হাসি, চোখ আর খোলা চুল আমাকে সেই আবছা আলোতে ইশারা করে যৌনতার ইঙ্গিত দেয়।
ইচ্ছে করে রাজুকে সাক্ষী রেখে নিজেরা ভাগাভাগি করে নিই প্রেমসুখ।
ইচ্ছে করে এই ল্যম্পপোস্টের নিজে তোমাকে দুচোখ ভরে দেখি নিজের মত করে।
ললনা, আবারো তোমার প্রেমে পড়েছি।
আমি প্রতিক্ষণে তোমাকে-
আমার মনের ল্যাম্পপোস্টের আলোতে চোখ দিয়ে চুষতে চাই।
শাহরিয়ার সোহাগ
No comments