অসমাপ্ত বন্ধুত্ব নিয়ে লেখক শাহরিয়ার সোহাগ এর কিছু কথা
আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার সোহাগ। আজকে আমি
কথা বলবো আমার লেখা প্রথম উপন্যাস অসমাপ্ত বন্ধুত্ব নিয়ে। অসমাপ্ত বন্ধুত্ব
উপন্যাসটি আমি লিখেছিলাম ক্লাস নাইনে পড়ার সময় ক্লাস, কোচিং ফাঁকি দিয়ে। তখন
নিজেও জানতাম না খুব নিকট ভবিষ্যতে এই লেখালেখিতে আমার জীবিকা নির্বাহ হবে। ক্লাস
নাইনে লেখা গল্পটা প্রথম প্রকাশিত হয় ২০১৪ সালে যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারেরর
ছাত্র। যেহেতু লেখালেখি আমাকে খুব টানে, লিখতে ভালবাসি তাই নিজের লেখা
পান্ডুলিপিটা বই আকারে থাক এমন চিন্তা থেকেই বই প্রকাশ করা তখনও আমি জানতাম না আমি
প্রফেশনালি লেখক হবো। তবে প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই পাঠক, বন্ধুমহল এবং
শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আমাকে যেমন উৎফলিত করেছে, তেমনি নতুন লেখার জন্য উৎসাহিত
করেছে।
এবার বলি গল্পটা সম্পর্কে। অসমাপ্ত বন্ধুত্ব। নামটা শুনলেই
বোঝা যায় এটা বন্ধুদের নিয়ে লেখা উপন্যাস। ঠিকই ধরেছেন। আমার এই গল্পের মূল
চরিত্র তিনটা ছেলে এবং তিনটা মেয়ের সবাই বন্ধু। একসাথে ওরা স্কুল জীবন শেষ করেছে।
এসএসসি পরীক্ষার দেয়ার পর বন্ধের যে সময়টা সে সময়ে তারা নিয়মিত আড্ডা দেয়।
মফস্বলের একটা স্কুলের ছয়টা বন্ধুর বন্ধুত্ব যেমন নিরেট, নির্ভেজাল হয়, গল্পটা
ঠিক তেমনি। নেহাল, অভি, প্রিন্স, শিমু, যুথি, মেঘা, এই ছয় বন্ধু কলেজে ভর্তির
সময় ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হলেও তাদের বন্ধুত্বে তখনো ভাটা পড়েনি। তবে দিন যত
যায় ততই তাদের দেখা আড্ডা এগুলো কমতে থাকে। বাস্তবতার সাথে জীবনের পাল্লা দিতে
গিয়ে এক একজন এক এক ভার্সিটিতে চান্স পায়, তাদের মধ্যে দূরত্ব আরো বাড়তে থাকে।
আপনার নিজের জীবনেও আপনার ছোটবেলার কাছের বন্ধুদের সাথে বর্তমানে আপনার খুব একটা
দেখা হয় না শুধুমাত্র আপনার এখনকার ব্যস্ত জীবনের জন্য। তাতে আপনি কিংবা আপনার
বন্ধু কেউই দায়ী নয়। দায়ী কেবল সময়। সময় আমাদেরকে ব্যস্ত করে তোলে। সময়
আমাদেরকে পাষাণ, অনুভূতিশীল বানিয়ে তোলে। একটা বন্ধু মহলের শুরু সুন্দর সময় এবং
ব্যস্ততা পারপার্শিকতা এবং জীবনের যান্ত্রিকতায় এক সময় সময়ের সাথে হারিয়ে
যাওয়ার গল্প এই অসমাপ্ত বন্ধুত্ব। আমার বিশ্বাস আমার এই উপন্যাস পড়ে আপনি অবশ্যই
আপনার খুব কাছের বন্ধুকে খুব বেশি মিস করবেন। আপনার সাথে আপনার প্রিয় বন্ধুদের
কাটানো সুন্দর সুন্দর সময়কে মনে করে হঠাৎই আবেগী হয়ে উঠবেন, অন্যমনস্ক হয়ে
যাবেন। তারপর বাস্তবতায় ফিরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলবেন- যেখানেই থাকিস,
ভালো থাকিস বন্ধু। আপনারা চাইলে খুব সহজেই আমার অসমাপ্ত বন্ধুত্ব উপন্যাসটি সংগ্রহ
করতে পারবেন। পেজের ইনবক্সে কিংবা কমেন্টে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা
জানিয়ে দিলেই হবে। পেজের পক্ষ থেকে যোগাযোগ করা হবে আপনার সাথে। সবাই ভাল থাকবেন।
সুন্দর থাকবেন। সবাই বইয়ের সাথে থাকবেন। কারণ আপনার আগামীর সুন্দর পৃথিবী তৈরি
করতে বই হতে পারে আপনার সবচেয়ে ভালো বন্ধু।
No comments